১০ বছর আগে দূর্ঘটনার শিকার হয়ে চলাফেরা করার স্বাভাবিক ক্ষমতা হারান মো ইব্রাহিম ( মনি মিয়া)। একটা ছোট্ট দোকানে চেয়ারে বসেই চা বিক্রি ও অন্যান্য সামান্য কিছু পণ্য বিক্রি করে কোনো মতে সংসার চালাচ্ছেন তিনি। তার ব্যবসায় অগ্রগতি আনায়নে আর্থিক অনুদান তুলে দিয়েছি আমরা LDF ও Smile Shuttle ফাউন্ডেশন।
উল্লেখ্য এটা আমাদের স্বাবলম্বী করণ প্রজেক্টের একটি অংশ।