Light For Destitute Foundation ( LDF) এর স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদরের (ভোগদাঙ্গা ইউনিয়ন) গোপালের খামার গ্রামের মেধাবী শিক্ষার্থী মোসা: রুমকি আক্তার ঋতুর পরিবারকে দুইটি ছাগল দিয়েছে Smile Shuttle ফাউন্ডেশন।
অসহায় মানুষদের বিভিন্ন ভাবে সাহায্য করার পাশাপাশি অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা, দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি LDF ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে ফাউন্ডেশন প্রতিষ্ঠাকাল থেকে নিরন্তর নানা কর্মসূচি পালন করে আসছে।
উল্লেখ্য, রুমকি খুবই মেধাবী একজন শিক্ষার্থী। মামার বাসায় থেকে এতদিন তার পড়াশোনা চললেও, নানান কারণে তা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। সে সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মিলে তার একাদশ শ্রেণিতে ভর্তির ব্যবস্থা করে এবং LDF তাদের স্বল্প ব্যবসার পুঁজি দিতে চায়। যেহেতু ওই এলাকার অধিকাংশ পরিবারই গরু ছাগল পালন করে সাবলীলভাবে দিন যাপন করছে, সেহেতু স্মাইল শাটেল ও LDF থেকে তাদের পরিবারকে ছাগল কিনে দেওয়া হয়।